শর্তাবলী ও নীতিমালা
adhunikpro.store
আমাদের ওয়েবসাইটে স্বাগতম! adhunikpro.store থেকে ক্রয় করার পূর্বে দয়া করে নিম্নলিখিত শর্তাবলী ও নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন। অর্ডার প্রদানের মাধ্যমে আপনি এই শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
১. ডিজিটাল পণ্যের প্রকৃতি
আমরা Canva Pro, Grammarly, ChatGPT Plus, MidJourney, Spotify, YouTube Premium ইত্যাদি ডিজিটাল সাবস্ক্রিপশন বিক্রয় করি।
এগুলো ডিজিটাল পণ্য হওয়ায় কোনোভাবেই ফেরতযোগ্য নয় এবং টাকা রিফান্ড করা হয় না।
২. অর্ডার নিশ্চিতকরণ ও যাচাই
প্রতিটি অর্ডারের পর আমরা সরাসরি ফোন কলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করি।
আপনার প্রদত্ত ইমেইল, ফোন নম্বর ও অর্ডারের বিবরণ যাচাই করা হয়।
শুধুমাত্র কলের মাধ্যমে নিশ্চিতকরণের পরই অর্ডার প্রক্রিয়াকরণ করা হয়।
৩. অর্ডার করার পূর্বে দায়িত্ব
অর্ডার করার আগে পণ্যের বিবরণ, মেয়াদ, মূল্য ও শর্তাবলী ভালোভাবে যাচাই করুন।
ভুল ইমেইল/অ্যাকাউন্ট প্রদানের দায়ভার গ্রাহকের।
একবার অর্ডার নিশ্চিত হলে পরিবর্তন বা বাতিল করা যাবে না।
৪. ডেলিভারি প্রক্রিয়া
অর্ডার নিশ্চিত হওয়ার ১৫ মিনিটের মধ্যে সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে অ্যাকটিভ হয়।
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো রিফান্ড বা ফেরত গ্রহণযোগ্য নয়।
৫. গোপনীয়তা ও নিরাপত্তা
আপনার তথ্য শুধুমাত্র অর্ডার প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
আমরা তৃতীয় পক্ষের সাথে কোনো তথ্য শেয়ার করি না।
৬. সাপোর্ট ও যোগাযোগ
proadhunik@gmail.com